৭২ ঘণ্টার মধ্যে ভাঙড়ের বিধায়ককে গড়ফা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ:
নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে গড়ফা থানায়। কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়ির চালককে চড় মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে। গাড়িতে তখন বিধায়ক নিজেও ছিলেন। পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নেমে এসেছিলেন তিনি। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে। ওই ঘটনায় নওশাদকে এবার নোটিশ দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ৪১ সিআরপিসি’তে নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ পাওয়ার পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ভাঙড়ের বিধায়ককে গড়ফা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এই নোটিসের বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন তুলে দেন পুলিশের সক্রিয়তা নিয়ে। সন্ধেয় বিধায়ক জানিয়েছেন, তিনি এখনও পুলিশের নোটিস হাতে পাননি। নোটিস হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন নওশাদ। দুই গাড়ির মধ্যে কার্যত রেষারেষি হচ্ছিল সেদিন। তা থেকেই লাগে ধাক্কা। সেটার প্রতিবাদ করতেই বিচারপতির গাড়ির চালককে নেমে এসে সপাটে চড় মারে বলে অভিযোগ।









