৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

৩.৭ প্রাবল্যের ভূমিকম্প অসমের নগাঁও জেলায়, ক্ষয়ক্ষতির খবর নেই

High News Digital Desk:

সাত দিনের মাথায় মঙ্গলবার সকাল ০৬টা ৩৭ মিনিট ১০ সেকেন্ডে ফের ভূমিকম্পে কেঁপেছে অসমের নগাঁও জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৭। মৃদু ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৭ জুন সকাল ১১টা ১২ সেকেন্ডে ৩.২ প্ৰাবল্যের ভূমিকম্প হয়েছিল নগাঁওয়ে।

আজ সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় ০৬:৩৭:১০ ঘণ্টায় সংঘটিত ৩.৭ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল নগাঁওয়ের ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৬.৩৩° উত্তর অক্ষাংশ এবং ৯২.৮১° পূর্বে।

আজকের ভূকম্পের ঝটকা মধ্য ও উত্তর অসমের বিভিন্ন প্রান্তে আংশিক অনুভূত হলেও অধিকাংশ মানুষ এই কম্পন টের পাননি বলে খবরে প্রকাশ।

প্রসঙ্গত, গত ২০ জুন শুক্রবার রাত সাতটা ১৪ মিনিট ০৬ সেকেন্ডে ৩.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছিল উজান অসেমর ডিব্রুগড় জেলা। এর আগে গত ১৭ জুন সকাল ১১টা ১২ সেকেন্ডে ৩.২ প্ৰাবল্যের ভূমিকম্প হয়েছিল অসমের নগাঁওয়ে। তার আগে ৩ জুন মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের রাজধানী গুয়াহাটি সংলগ্ন কামরূপ (গ্রামীণ) জেলা। ভারতীয় সময় রাত ০৮টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬।

এছাড়া গত ১৮ জুন মাত্র তিন মিনিটের ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছিল অরুণাচল প্রদশের পশ্চিম কামেং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। ৩.১ প্ৰাবল্যের প্রথম কম্পন অনুভূত হয় ১৮ জুন রাত ১১টা ৪৮ সেকেন্ডে ৩৪ সেকেন্ডে এবং ৩.৫ প্ৰাবল্যের দ্বিতীয় ভূমিকম্প হয়েছে রাত ১১টা ৫১ মিনিট ৩১ সেকেন্ডে। তবে স্বস্তি, কোনও ভূমিকম্পের কোনও জায়গায় ক্ষয়ক্ষতি হয়নি।

Scroll to Top