২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

৩ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ই করমুক্ত

High News Digital Desk:

নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) তাঁর এবারের বাজেটে যে আয়করে উল্লেখযোগ্য কোনও চমক দিতে পারবেন না, সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা। তাঁদের যুক্তি ছিল, রাজস্ব-ঘাটতিতে তেমন আশাপ্রদ ইঙ্গিত নেই। ফলত আয়কর ছাড়েও দেশবাসীকে খুশি করার মতো বিশেষ কিছু বলতে পারবেন না নির্মলা। প্রথা-মতো এদিনের বাজেট-ভাষণের শেষ পর্যায়ে যখন নতুন আয়কর কাঠামো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তখন অবধারিতভাবে মিলে গেল সেই যুক্তি। যদিও নির্মলা সীতারামন উল্লেখ করেছেন, নতুন কাঠামোয় সর্বাধিক ১৭ হাজার ৫০০ টাকা আয়কর বাঁচানো সম্ভব হবে।

দেশের সিংহভাগ মানুষ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের দিকে তাকিয়েছিলেন, বিশেষত আয়কর ছাড়ের ক্ষেত্রে আয়ের নিম্নসীমা বাড়ল কিনা দেখতে। না, সেক্ষেত্রে হতাশ হতে হল তাঁদের। কোনও বদল নেই নিম্নসীমায়। আগের মতোই বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করশূন্য রাখা হল এবারও। তবে ৫০ হাজার থেকে বেড়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়েছে ৭৫ হাজার টাকা।

  • বার্ষিক আয় ৩-৭ লক্ষ টাকায় আয়কর ৫%
  • বার্ষিক আয় ৭-১০ লক্ষ টাকায় আয়কর ১০%
  • বার্ষিক আয় ১০-১২ লক্ষ টাকায় আয়কর ১৫%
  • বার্ষিক আয় ১২-১৫ লক্ষ টাকায় আয়কর ২০%
  • ১৫ লক্ষের অধিক বার্ষিক আয়ে আয়কর ৩০%

আগের বাজেট কাঠামোর সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, ৩ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা করযোগ্য আয়ের ক্ষেত্রে প্রতি স্ল্যাবে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ৫% কর ছিল বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে, সেখানে এবার ওই আয়কর প্রযুক্ত হবে ৩ থেকে ৭ লক্ষ টাকা আয়ে। যেখানে ১০% কর ছিল ৬ থেকে ৯ লক্ষ টাকা বার্ষিক আয়ে, সেখানে ওই কর এবার দেবেন বছরে ৭ থেকে ১০ লক্ষ টাকা আয় করা মানুষ। আবার বার্ষিক ৯ থেকে ১২ লাখ আয়ের বদলে ১০ থেকে ১২ লাখ টাকা বার্ষিক আয়কারীরা দেবেন ১৫% কর। অর্থাৎ, এই ৩ ক্ষেত্রে করদাতাদের একাংশ আগের তুলনায় ৫%  কম আয়কর দেওয়ার সুবিধা পাবেন, বলা যায়।

 

Scroll to Top