৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

২৬ অগস্ট শনিবার সারাদিন বন্ধ থাকছে ইস্টওয়েস্ট মেট্রো

High News Digital Desk:

২৬ অগস্ট শনিবার সারাদিন বন্ধ থাকছে ইস্টওয়েস্ট মেট্রো:

আগামিকাল শনিবার সারাদিন বন্ধ থাকছে ইস্টওয়েস্ট মেট্রো। ওইদিন সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে না কোনও মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত শনিবার চলবে না কোনও মেট্রো। ইস্ট–ওয়েস্ট মেট্রো ২৬ অগস্ট শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে কোনও মেট্রো চলবে না বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসং‌যোগ আধিকারিক কৌশিক মিত্র।  যাঁরা সল্টলেকে গিয়ে চাকরি করেন তাঁরা প্রচণ্ড সমস্যায় পড়বেন। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হবে। সেই কারণের গোটা দিন বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা।  শনিবার বহু তথ্য প্রযুক্তি সংস্থায় ছুটি থাকে। তার পরেও পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে পারেন যাত্রীদের একাংশ। একইসঙ্গে ইস্ট–ওয়েস্ট মেট্রোর আওতায় থাকা হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত নির্মীয়মাণ অংশেও ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট আসলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে একটি কারিগরি প্রক্রিয়া।  রবিবার থেকে পরিষেবা ঠিক হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে রবিবার ছুটির দিন। সোমবার থেকে আবার মানুষ পাবে ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা।

Scroll to Top