৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

১ ঘন্টার মধ্যে ইডি দফতর ছাড়লেন সাংসদ

High News Digital Desk:

কোর্টের নির্দেশে সল্টলেক ইডি দপ্তরসিজিও কমপ্লেসে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব করে তাঁকে| এর আগে এই একই মামলায় ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি কোর্টের নির্দেশে| বৃহস্পতিবার সকালে তিনি আবার এলেন ইডি দপ্তরে |১ ঘন্টারও কম সময়ে সিজিও কমপ্লেক্স ছাড়লেন তণমূলের সেকেন্ড ইন কমান্ড| দুপুর ১২ টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে তণমূলের সাধারণ সম্পাদক জানান, ৬ হাজার পাতার উত্তর দিয়েছেন তদন্তকারীদের| তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও তিনি তদন্তে সহযোগীতা করবেন| বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক| বেলা ১১ টা ৫ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌছে যান| তার আগে ইডি দফতর মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়|ইডি দফতর থেকে তিনি বেরিয়ে জানান রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার তিনি|

Scroll to Top