২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

হোলির আগেই ব্যোম ব্যোম ভোলে ধ্বনিতে রঙিন মেজাজে ভাইজান, গানে সালমানের পাশাপাশি রশ্মিকার মান্দানা ও কাজল আগারওয়ালের ঝলক মিলেছে

High News Digital Desk:

দুয়ারে দোল| আর মাত্র কদিনের অপেক্ষা| তবে হোলি পর্যন্ত আর অপেক্ষা করলেন না সলমন খান| তার প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন ভাইজান| মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘সিকন্দর’ ছবির নতুন গান| যেখানে ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনি দিয়ে রঙের উসবে মেতে উঠতে দেখা গেল সলমন খানকে| আর সেই গানের ঝলক দেখেই ব্লকবাস্টার হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা|

 

ব্যোম ব্যোম ভোলে  গানের ঝলকে সলমনের পাশাপাশি রশ্মিকা মন্দানাকেও দেখা গেল| সাদা সালোয়ারে তিনি যেন মনমোহিনী| আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে| এসবের সঙ্গে উপরি পাওনা সলমনের নাচ! দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মজে ভক্তরাও| এককথায়, হোলির আগে রঙিন সলমনে ভাইরাল নেটপাড়া| চলতি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে সিকন্দর| তার প্রাক্কালেই নতুন গানের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে আবহাওয়ার গরম করলেন বলিউড সুপারস্টার|

 

গত মাসেই সিকন্দর-এর নতুন ঝলক প্রকাশ্যে এসেছে| সেখানেই অ্যাকশন অবতারে দেখা দিলেন ভাইজান| একেবারে যেন মারকাটারি রবিনহুড তিনি| শত্রুদের ত্রাস আর ভক্তদের ভগবান| নতুন টিজারে পুরনো হিসেব চোকানোর সতর্কবাণী দিলেন সলমন| পাঠান কিংবা জওয়ান ছবিতে ঠিক যেমন জনতার কণ্ঠস্বর হয়ে বক্স অফিসে খেল দেখিয়েছিলেন শাহরুখ, এবার সিকন্দর-এর টিজারেও তেমনই আভাস দিলেন সলমন|

 

দেশ-দশের বিকাশ-এর কথা শোনা গেল তাঁর কণ্ঠে| যা দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত| তাঁদের কথায়, ভাইজান ইজ ব্যাক| অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সলমনের ইদি যে সিকন্দর-ই হতে চলেছে, তা বেশ বোঝা গেল| এবার সলমনের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!

 

সিকন্দর টিজারে বলিউডের সুলতান একেবারে অ্যাংরি ইয়াংম্যান| বন্বুদের ভাইজান, আর দুশমনের যম| শুধু ঘুরে দাঁড়ানোর অপেক্ষা| তারপরই দুরন্ত অ্যাকশনের আভাস| ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে|  চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে দিয়েছেন  ‘সিকন্দর’ যা দেখে ভাইজানের অনুরাগীরা মুগ্ধ।

Scroll to Top