৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫
৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫

হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে, হোম কেয়ার পরিষেবা দেওয়া হচ্ছে ডেঙ্গি আক্রান্ত রোগীকে

High News Digital Desk:

হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে, হোম কেয়ার পরিষেবা দেওয়া হচ্ছে ডেঙ্গি আক্রান্ত রোগীকে:

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৭। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা ৬০।‌  বেশিরভাগ আক্রান্তের চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে বহু আক্রান্তের। এই অবস্থায় হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে। গত সপ্তাহের বৃষ্টির জমে থাকা জল সময়ে পরিষ্কার না করলে পুজোর মুখে ডেঙ্গি আর‌ও মারাত্মক আকার নিতে পারে। বাড়িতে থেকেই ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের নজরদারিতে রোগীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, প্লেটলেট গণনা, রক্তচাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।  রাজ্যের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। সেখানে প্রায় ১১ হাজার ২৪৪ জন আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, ৬ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। ৫ হাজার ৭৯১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এরপর একে একে রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহের মতো জেলাগুলি। এর মধ্যে হুগলিতে ৪ হাজার ২২২, দক্ষিণ ২৪ পরগনায় ২ হাজার ৩৫৭, হাওড়ায় ২ হাজার ১৭১, মালদহে ১ হাজার ৬২৬। সরকারি ল্যাব থেকে পাওয়া তথ্য বলছে, শহর এলাকায় প্রায় ১৩ হাজার ৯০২ জন আক্রান্ত, গ্রামে ২৬ হাজার ৩৩৬ জন মানুষ আক্রান্ত। শহরের ৫টি বেসরকারি হাসপাতাল ডেঙ্গি আক্রান্তদের হোম কেয়ার পরিষেবা দিচ্ছে। এক্ষেত্রে হোম কেয়ারে থাকা রোগীদের অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতাল বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত রোগীকে হোম কেয়ার পরিষেবা দিচ্ছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর,বএই হাসপাতালে ৩৩ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। এছাড়া ১১ জন ডেঙ্গি আক্রান্তকে হোম কেয়ার পরিষেবা দেওয়া হচ্ছে।

Scroll to Top