কলকাতা : আরজি কর হাসপাতালে হত্যালীলার ঘটনায় ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের রেস এখনও কাটেনি। তারই মধ্যে নারকীয় ঘটনার প্রতিবাদে ও দোষীদের চরম শাস্তির দাবিতে শামিল হলেন সৌরভ। বেহালায় বুধবার সন্ধ্যার সেই প্রতিবাদ কর্মসূচিতে তাঁর সঙ্গে হাজির ছিলেন স্ত্রী ডোনা ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়।
আরজি কর হাসপাতালের ঘটনায় কিছুদিন আগে ‘অনভিপ্রেত’ মন্তব্য করে বসেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ‘বাংলার গর্ব’ হিসেবে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়। চরম হিংসাত্মক বলে নিন্দা করলেও আরজি কর হাসপাতালের হত্যালীলাকে বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দাবি করেন সৌরভ। তাঁর মতে, পশ্চিমবঙ্গ সুন্দর রাজ্য। আরজি কর হাসপাতালের ঘটনাকে রাজ্যের সামগ্রিক ছবি হিসেবে দেখা ঠিক নয় বলে তাঁর যে মন্তব্য, তা আদৌ ভালো ভাবে নেননি রাজ্যবাসী। বিশেষত সামাজিক মাধ্যমে সৌরভের মন্তব্যের তীব্র নিন্দা করেন বহু মানুষ। এমনকি তাঁর অনুরাগীরাও ‘দাদা’র এহেন মন্তব্যে যথেষ্ট আহত হয়েছেন বলে প্রতিক্রিয়া দেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। তিনি আরজি কর হাসপাতালের ঘটনায় অপরাধীদের চূড়ান্ত শাস্তির পক্ষে ফের সওয়াল করেন।
এরপর বুধবার সন্ধ্যায়, স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও পড়ুয়া কন্যা সানাকে সঙ্গে নিয়ে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া চরম নৃশংসতার প্রতিবাদে বেহালায় বিশেষ কর্মসূচি পালন করেন। সপরিবারে মোমবাতি জ্বালাতে দেখা যায় তাঁকে। সৌরভ-তনয়া সানা গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন, ‘এমন অপরাধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা বিচার চাই। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কেউ আর এমন অপরাধ করতে না পারে।’