সাম্প্রতিক কালে হরর কমেডি ধারার একাধিক ছবি নানা ভাষায় জনপ্রিয় হয়েছে| কী এই হরর কমেডি? যেখানে ভূত ও প্রেম প্রায় সমানে সমানে গল্প রচনা করে এবং তা ঘটে হাস্যরসের মিশেলে| ভূতকে দেখে ভয় পাওয়ার বদলে মজা পাওয়াই এখানে মুখ্য| তবে অমরসঙ্গী ছবিতে তার সঙ্গে যোগ হয়েছে প্রেম| অর্থাত্, ভূতের সঙ্গে প্রেম! এবং সে প্রেম একেবারেই সেকেলে পেত্নি-ভূতের প্রেম না| বরং রীতিমতো হালফ্যাশনের প্রেম| কাজেই, ছবিটির বিষয় বেশ টান টান, তাতে সন্দেহ নেই|অমরসঙ্গী নামের বাংলা সুপারহিট প্রেমের ছবি রয়েছে| আবার, ভূত-মানুষের সম্পর্ক নিয়ে বাংলা সাহিত্যে গল্পেরও অভাব নেই| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একাধিক লেখার কথাই ধরা যেতে পারে এ প্রসঙ্গে| কিন্তু এ ছবির যে প্রেম, তা আজকের কলকাতার প্রেম| তাই মরে যাওয়ার পরেও সেখানে বার বার আত্মা লিভ-ইন করতে দ্বিধা করে না বা প্রেমিক জীবিত নতুন প্রেমিকার প্রতি আসক্ত হলে, ভূত-প্রেমিকা হিংসুটে হতে একটুও দেরি করে না| সোহিনী সরকার আর বিক্রম চট্টোপাধ্যায়ের কেমিস্ট্রি এ ছবিতে দারুণ জমজমাট| দুজনেই ভালো অভিনেতা| তাই ভূত-মানুষের এই প্রেম জমে গিয়েছে পুরোপুরি| চিত্রগ্রহণ থেকে সম্পাদনা, সব দিক থেকেই খুঁতহীন ও টান টান মনে হয়েছে ছবিটি| পাশাপাশি, অঙ্কুশ হাজরা, কিউ, মধুমিতা সরকারের ছোট ছোট চরিত্রও ছবিটিকে পূর্ণতা দিয়েছে| তাই সব মিলিয়ে পরিচালক দিব্য চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার অরিত্র সেনগুপ্ত সাধুবাদ পাবেন| কিন্তু এত আধুনিক মানের ছবি বলেই কয়েকটি বিষয়ে খটকা থেকে যাচ্ছে| বলা ভাল, সাব-প্লট এ ছবিতে বেশ দুর্বল| কন্যাসন্তান মারা যাওয়ার পরে বাবা-মায়ের শোক স্বাভাবিক| কিন্তু সে ব্যাপারে এখানে প্রায় কিছুই দেখানো হয় না| বদলে, বেশ খুশি-খুশিই দেখানো হয় তার বাবা-মাকে|
বা, একজন প্রেমিকের সদ্য হতে-চলা বিয়ে ভাঙার পরে পরের পর যে ভাবে তার জীবনের পর্যায়গুলো দেখানো হয়, তাতেও মনে হয়, জোর করে দ্রুত গল্পের শেষে পৌঁছতে চাওয়া হচ্ছে| তন্ত্র বা জ্যোতিষ, আবার নাইটক্লাব বা গঙ্গার ঘাটে একা বসে থাকা দেবদাস-প্রেমিক- সব কিছুকেই সরলরেখায় বাঁধতে গেলে গোলমাল বাধবেই| কারণ, এই প্রত্যেকটি অধ্যায়ই গভীর এক একটা কটা পর্যায় জীবনের| একজন শোকতপ্ত মানুষকে সেরে ওঠার আগেই তাকে যদি এই রকম জোর করে পর পর প্লটে ফেলে স্বাভাবিক হিসাবে দেখানো হয়, তবে তো সমস্যা হবেই| তাই ছবিটি এত মজার গল্পের ঠাসৱুনোটে বানানো হলেও, দ্বিতীয় পর্বের পর থেকে কিছুটা একঘেয়ে লাগে| প্রথম পর্বে ঠিক যতটা সম্ভাবনা তৈরি করেছিল, পরের পর্ব কিছুটা হতাশই করে| তবে, যেহেতু এ ছবির প্রাণ অভিনয়, তাই ফাঁকফোকরগুলো ঢেকে যায় তাতে| সোহিনীর অভিনয়, প্রেমের রাগ বা অভিমান বড় প্রাণবন্ত লাগে| প্রত্যেকটি তাকানো যেন আলাদা রকমের তাঁর| কখনও কখনও তিনি যে অভিনয় করছেন, সেটাও বোঝা যায় না| একই কথা বলা যায় বিক্রমের সম্পর্কেও| ব্যর্থ প্রেমিকের চেহারায় তাঁর অভিনয় বেশ বিশ্বাসযোগ্য| তাই সামান্য কিছু ফাঁক থাকলেও, এ ছবি দেখে মজা আছে| এ ছবি সবাই মিলে দেখার মতই ছবি|
বিশেষ করে,ভূতুড়ে প্রেমের গল্প বাংলায় সেলুলয়েডে ধরতে গিয়ে এই স্মার্টনেস হয়তো খুব বেশি ছবি অর্জন করতে পারেনি| কারণ, এ ছবির চলনে অদ্ভুত একটা মাদকতা আছে| হয়তো প্রযুক্তিগত কারণেই সে মাদকতার বেশিটা নির্মিত| অর্থাত্, চিত্রগ্রহণ আর সম্পাদনায় মুন্সিয়ানা থাকার কারণেই হয়তো বা ছবিটি দেখতে টান টান লাগে| তাই এ ছবি দেখা উচিত| অন্তত ভণিতাবিহীন সিধে প্রেমের গল্প বলার কারণেই|