৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫
৮ আষাঢ় ১৪৩২ মঙ্গলবার ২৪ জুন ২০২৫

সোনাক্ষীর হাতে মেহেন্দি – ইকবালের নাম

High News Digital Desk:

সোনাক্ষী-ইকবালের বিয়ে নিয়ে সরগরম বলিউড| রবিবার গাঁটছড়া বাঁধবেন শত্রুঘ্ন-কন্যা| আলোয় সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি রামায়ণ| শুক্রবার রাতেই জমজমাট ছিল মেহেন্দির অনুষ্ঠান| তবে এত কিছ হয়ে যাওয়ার পরও নিজেদের বিয়ে নিয়ে মুখ খোলেননি সোনাক্ষী বা ইকবাল – কেউই| শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর| ফ্যাশন ডিজাইনার আৱু জানিরে সারার ডিজাইন করা ল্যাহেঙ্গা পরবেন সোনাক্ষী| অন্য দিকে, মণীশ মালহোত্রার ডিজাইন করা গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে| আমন্ত্রিত সলমান খান| সোনাক্ষীর আবদারে নাকি পারফর্মও করবেন তিনি| গুঞ্জন – বেশ কয়েক বছর ধরেই নাকি সম্পর্কে রয়েছেন সোনাক্ষী-জাহির| প্রকাশ্যে আসেনি বিষয়টি| তবে বেশ কয়েকটি অনুষ্ঠানে ২ জনকে একসঙ্গে দেখা গিয়েছে|

Scroll to Top