৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সুপ্রিম শুনানির আগে, বুধে ‘রাত দখল’

কলকাতা : ১ মাস হতে চলল কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের বীভৎস নির্মম মৃত্যুর। দেশ জুড়ে চলছে তীব্র প্রতিবাদ আন্দোলন। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। এই আবহেই বৃস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে আরজি কর কাণ্ড মামলার।

শুনানির আগে বুধবার ফের ‘রাত দখলে’র ডাক। শুধু কলকাতায় নয়, ১৪ আগস্টের মতো জেলায় জেলায় হবে ‘রাত দখল’। রাত ৯ টা থেকে শুরু হবে এই কর্মসূচি। চলবে সারারাত। কলকাতার কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর, শ্যামবাজার, বেহালা, গড়িয়া, লেকটাউন, সিঁথির মোড় সহ একাধিক এলাকায় হবে ‘রাত দখল’। পাশাপাশি মালদা, বোলপুর, মেদিনীপুর সহ রাজ্যের সর্বত্র ডাক দেওয়া হয়েছে এই ‘রাত দখলে’র।

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বুধবারই রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত নিজেদের ঘরের আলো নিভিয়ে রাখার। অনুরোধ করা হয়েছে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মানব-বন্ধন গড়ে তোলার।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ‘রাত দখলে’ থাকবেন বিজেপি প্রতিনিধিরা। শ্যামবাজারে প্রতিবাদে সামিল হবেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিভিন্ন জায়গায় থাকবেন সমাজের বিশিষ্ট মানুষরা। সব মিলিয়ে, আরজি কর ঘটনার প্রায় একমাস হতে চললেও, এখনও ক্ষোভের আগুন বিন্দুমাত্র তীব্রতা হারায়নি, নিশ্চিতভাবে টের পাওয়া যাচ্ছে।

Scroll to Top