কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার আরজি কর হাসপাতালে এলেন সিআইএসএফ আধিকারিকরা। বৈঠক করলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এদিন সকালে সিআইএসএফের ডিআইজি কে প্রতাপ সিং ও বাহিনীর একাধিক আধিকারিক আসেন আরজি কর হাসপাতালে। এরপর তাঁরা যান হাসপাতালের প্রশাসনিক ভবনে। সূত্রের খবর, সেখানে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক করেন তাঁরা। বৈঠক থেকে বেরিয়ে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সিআইএসএফ আধিকারিকরা। বাহিনীর তরফ থেকে জানানো হয়, তাঁরা নির্দিষ্ট কিছু কাজে হাসপাতালে এসেছেন।
আরজি কর মামলায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। ইন্টার্ন, রেসিডেন্ট ও সিনিয়র চিকিৎসকরা যাতে কর্মস্থলে ফিরতে পারেন, তার জন্য চাই নিরাপত্তা। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।
হাসপাতালের পাশাপাশি হোস্টেলেও মোতায়েন হবে পর্যাপ্ত বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করতে তৎপর সিআইএসএফ। হাসপাতালের সঙ্গে আলোচনার পর এলাকা দেখে গেলেন বাহিনীর শীর্ষ আধিকারিকরা। কত কোম্পানি বাহিনী প্রয়োজন, তা আলোচনা করে মোতায়েন করা হবে আরজি করে।







