৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

সিভিক ভলেন্টিয়ারদের ওপর নজরদারি পুলিশের, অতীত খতিয়ে দেখতে চায় লালবাজার

কলকাতা : চিকিৎসক খুনের ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। লালবাজারের নজরে এবার সিভিক ভলান্টিয়াররা। নিয়োগ হওয়া সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের অধীনে নিয়োগ হওয়া সিভিক ভলান্টিয়ারদের অতীত কী রয়েছে, কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি সিভিকদের কাজের মূল্যায়ন কী, তা সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক গার্ডের কাছে জানতে চেয়েছে লালবাজার।

আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। পুলিশকর্মীদের জন্য ধার্য হওয়া কোয়ার্টারেও ছিল তার অবাধ যাতায়াত। অভিযোগ ওঠে, ওই অভিযুক্ত সিভিকের প্রভাব ছিল পুলিশ মহলে। বিভিন্ন থানায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

চিকিৎসক খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের অতীত দেখে অনেকেই হতবাক। ফলে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেক। সরকার ও প্রশাসনের দিকে উঠছে আঙুল। এবার সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, নবান্নের নির্দেশেই নড়েচড়ে বসেছে পুলিশ। কলকাতার পাশাপাশি রাজ্যজুড়েই কর্মরত সিভিকদের তথ্য সংগ্রহ করবে পুলিশ।

Scroll to Top