নয়াদিল্লি : আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রস্তরের নেতা রবিশঙ্কর প্রসাদ| মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর তীব্র প্রশ্ন, ‘আপনার শাসনকালে বাংলায় কী হচ্ছে এটা?’
রবিশঙ্কর প্রসাদ তোপ দাগেন, ‘এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে| এই নিয়ে এরপর স্বচ্ছ তদন্ত হবে বাংলায়?’ রবিশঙ্করের বক্তব্যে এরপর ঝরে পড়ে চরম বিদ্রূপ| এরাজ্যে ‘সরকারি আতঙ্ক’ চলছে বলে কটাক্ষ করেন তিনি|
রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেন,’ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত নির্যাতিতা চিকিৎসকের দেহের ময়নাতদন্তও ঠিকমতো হয়নি| তদন্তও ঠিকমতো হচ্ছে না| কেউ-কেউ আত্মহত্যার কথা বলছেন!’ এরপরই রবিশঙ্করের সক্ষোভ জিজ্ঞাসা, ‘এসবের অর্থ কী?’ তাঁর খেদোক্তি, ‘মৃত্যর পরও কি সুবিচার আশা করা যাবে না!’
সাংবাদিকদের সামনে বাংলার সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি, আরজি কর হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন রবিশঙ্কর| তাঁর সমালোচনা, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই সিবিআই তদন্তের দাবি থেকে পালিয়ে যান|’ রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘অন্তত এবার যেন নির্যাতিতার মৃত্যুতে সুবিচারের ব্যবস্থা করেন মমতা|’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সোমবারই জানিয়েছেন, আগামী রবিবারের মধ্যে কলকাতা পুলিশ কিনারা করতে না পারলে, আরজি কর হাসপাতালের ঘটনায় সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হবে|