প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওএমআর শিটের তথ্য উদ্ধার প্রসঙ্গে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের| আদালত চাইছে, ওএমআর শিটের তথ্য হাতে পাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হোক উন্নত কোনও সংস্থাকে| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট| শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন হলে দেশের সর্বাগ্রবর্তী তথ্যপ্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দিতে পারে সিবিআই| সেক্ষেত্রে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) বা উইপ্রোর (Wipro) মতো সংস্থা ওএমআর শিটের তথ্য বের করার কাজ করতে পারে| তবে এবিষয়ে দেশের সংস্থাগুলির সীমাবদ্ধতা থাকলে, আরও বৃহত্ পরিসরে প্রযুক্তির সাহায্য নিতে পারেন কেন্দ্রের তদন্তকারীরা| অর্থাত্, শুধু টিসিএস বা উইপ্রো নয়, সিবিআই যদি চায়, তাহলে বিশ্বের যেকোনও তথ্যপ্রযুক্তি সংস্থাকে বেছে নিতে পারে| তেমনটা হলে, সেই সংস্থা সংশ্লিষ্ট ওএমআর শিটের তথ্য উদ্ধারের দায়িত্ব নেবে| কলকাতা হাইকোর্টের শুক্রবারের নির্দেশের পর এবিষয়ে আর কোনও অস্পষ্টতা নেই| কিন্তু টিসিএস হোক বা উইপ্রো অথবা বিশ্বের অন্য যেকোনও আধুনিক প্রতিষ্ঠান, উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওএমআর শিটের তথ্য উদ্ধারের কাজ যথেষ্ট ব্যয়সাপেক্ষ| আর ঠিক এই জায়গাতেই ফের চাপে পড়ল রাজ্য সরকার| চাপে পড়ল পর্ষদও| কেননা, শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা এই সংক্রান্ত নির্দেশে জানিয়েছেন, ওএমআরের তথ্য উদ্ধারে আধুনিক ও উন্নত সংস্থার সাহায্য নিতে যে খরচ হবে, তার পুরোটাই বহন করতে হবে পশ্চিমবঙ্গ সরকার ও এরাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে| এখন গোটা বিষয়টি নির্ভর করে আছে সিবিআইয়ের উপর| দেখার যে, কেন্দ্রীয় তদন্তকারীরা ওএমআর শিটের তথ্য হাতে পাওয়ার জন্য উইপ্রো না টিসিএস, নাকি বিশ্বের অন্য কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নেয়|









