কলকাতা : কলকাতার আলিপুর চিড়িয়াখানা। পোশাকি নাম জুলজিক্যাল গার্ডেন আলিপুর। মঙ্গলবার পূর্ণ করল ১৫০ বছর। ইতিহাস বলছে, ১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের গর্বের এই চিড়িয়াখানাটি। সেই হিসেবে আলিপুর চিড়িয়াখানার সার্ধশতবর্ষ উপলক্ষে প্রতিষ্ঠা দিবসে হয়ে গেল সাড়ম্বর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীরও। কিন্তু রাজ্যের প্লাবন-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ব্যস্ত থাকায়, তাঁর প্রতিভূ হিসেবে হাজির হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে ছিলেন ওয়েস্ট বেঙ্গল জু অথারিটির সদস্য সম্পাদক সৌরভ চৌধুরী ও পশ্চিমবঙ্গ বন দফতরের অতিরিক্ত সচিব মনোজ আগরওয়াল।
১৫০ বছর পূর্তিতে আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন করা হল নতুন প্রবেশদ্বারের। এই উপলক্ষে একাধিক এনক্লোজারও চালু হয়েছে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কামনা করলেন চিড়িয়াখানার আরও সুন্দর ভবিষ্যতের।
অনুষ্ঠানে বলতে উঠে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা আলিপুর চিড়িয়াখানার বৈচিত্র ও বাহার উত্তরোত্তর বাড়ানোর বিষয়ে আত্মপ্রত্যয় প্রকাশ করলেন। পাশাপাশি, মনে করিয়ে দিলেন বন দফতরের কর্মী-আধিকারিকদের নিরন্তর নেপথ্য প্রয়াসের কথা। আলিপুর চিড়িয়াখানার কর্মীদের জন্য চলতি বছরের অক্টোবর থেকে বীমা চালু করার উল্লেখযোগ্য ঘোষণাও শোনা গেল তাঁর থেকে। তাঁর বার্তা, ‘জঙ্গল ও জঙ্গলের পশুপাখি রক্ষার জন্য বনকর্মীদের দিকে বাড়িয়ে দিন সহযোগিতার হাত।’
মেয়র ফিরহাদ হাকিম তাঁর ভাষণে ডুব দিলেন নিজের শৈশব স্মৃতিচারণায়। ‘বড়দিনের ভিড়ভাট্টার সময় নয়, বর্ষায় ছাতা মাথায় চিড়িয়াখানায় ঘুরেবেড়ানোর মজাই আলাদা!’ মত ফিরহাদের।
১৫০ বছরের প্রতিষ্ঠা দিবসে আলিপুর চিড়িয়াখানায় ভিড় ছিল নজরকাড়া। জানা যাচ্ছে, সার্ধশতবর্ষে বহু আয়োজন রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। সারা বছরই চলবে নানান বর্ণাঢ্য অনুষ্ঠান।