৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪
৩ আশ্বিন ১৪৩১ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সারোগেসি নয়, নিজেই অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন

High News Digital Desk:

কলকাতা : দীপিকা কি মা হতে চলেছেন? সারোগেসি নাকি নিজেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী? এবার যাবতীয় কৌতহলের অবসান| সামাজিক মাধ্যমে বেবি বাম্প সহ ছবি দিলেন দীপিকা পাড়ুকোন| সাদা-কালো ছবিতে পরিষ্কার, দীপিকার মা হওয়া এখন সময়ের অপেক্ষা| দীপিকা একা নন, ফোটো শুটে স্বামী রণবীর সিংকেও দেখা গিয়েছে|
ফোটো শুটে একাধিক পোশাকে দেখা গিয়েছে দীপিকাকে| টি-শার্ট পরিহিত রণবীর সিং দৃশ্যতই খুশি| এমন ছবি দেখে উচ্ছ্বসিত রুপোলি পর্দার কুশীলবরা| শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ|
এ বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর সুখবর শুনিয়েছিলেন| সেখানেই তাঁরা চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমনের আভাস দিয়েছিলেন| জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন| দক্ষিণ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকাকে ভর্তি করানো হবে|
দীপিকাকে শেষ দেখা গিয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিতে| অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী| ছবিতেও এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি|

Scroll to Top