কলকাতা : চিকিৎসক-তরুণীর খুন-ধর্ষণের প্রতিবাদে রাতে মহিলাদের ‘রাস্তা’ দখল কর্মসূচির মধ্যে আরজি কর হাসপাতাল চত্বরে অবস্থান মঞ্চ ভাঙচুরের ঘটনা| কেবল ভাঙচুর নয়, চলে রীতিমতো গুন্ডাগিরি| সংবাদ মাধ্যম থেকে পুলিশ, দুষ্কৃতীদের হামলা থেকে রেহাই পায়নি কেউই| ঘটনায় জড়িতদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা| চলছে রাজনৈতিক চাপানউতোর| তারই মধ্যে সামাজিক মাধ্যমে হামলার গুচ্ছ ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ|
৬০টিরও বেশি ছবি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে| এর মধ্যে কিছু ছবি একাধিক সংবাম মাধ্যমের খবরে প্রদর্শিত| ছবিগুলিতে লাল দাগ দিয়ে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে| জাতীয় পতাকা হাতে যুবক, এমনকী কয়েকজন মহিলাকেও দুষ্কৃতকারী হিসেবে দাগানো হয়েছে|
দুষ্কৃতীদের চিহ্নিত করা ৬০টিরও বেশি স্থিরচিত্র পোস্ট করে কলকাতা পুলিশের আবেদন, ‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে|’ একই আবেদন এরপর করা হয়েছে ইংরেজিতেও|
আবেদন সম্বলিত কলকাতা পুলিশের ওই পোস্টের নীচে লক্ষ করা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া| কেউ-কেউ যেমন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তেমনই কটাক্ষও করেছেন অনেকে| এক ব্যক্তি কলকাতা পুলিশের পোস্টের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এদের হেফাজতে নিয়ে এরা কোন দলের, কোন উদ্দেশ্যে ভাঙচুর করেছে, তা প্রকাশ আনা হোক|’ আবার এক মহিলার প্রতিক্রিয়া, ‘কাল হামলা চলাকালীন যদি একটু চেপে ধরতেন, তাহলে আজকে সন্ধান চাই বলে এত কষ্ট করতে হত না|’