কলকাতা : সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি-আন্দোলনে হাজির হতেই বিপত্তি। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতিকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীকে আন্দোলন মঞ্চের ধারে-কাছে ঘেঁষতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যদিও শেষ চেষ্টায় কোনও কসুর করেননি। আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে চিড়ে ভেজাতে চাইলেন তিনি। কিন্তু তাতে কাজের কাজ কিছু হল না। সবিনয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক জানিয়ে দিলেন তাঁদের অপারগতার কথা। অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে রাজনৈতিক সংস্রব সম্ভব নয়। অপারগতা বলতে এ-ই।
সাংবাদিকদের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ‘রাজনৈতিক ধান্দা’ ছিল না তাঁদের। পাশাপাশি তাঁর আরও দাবি, ‘আন্দোলনকারীরা অনুমোদন করেছেন। মঞ্চের কাছে গিয়েছি। কিন্তু মঞ্চে বসা ঠিক নয়। ভুল ব্যাখ্যা হচ্ছে।’
সম্প্রতি রোগীমৃত্যু ও তার জেরে রোগীর পারিবারিক সদস্যদের হামলায় প্রবল আলোড়ন ছড়িয়েছে সাগর দত্ত মেডিক্যালে। ঘটনার পর চাপে প্রশাসন। অভিযুক্তদের মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে শারীরিক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। এর আগে, আরজি কর হাসপাতালের ঘটনায় কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের আন্দোলন চলাকালীন ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল একাধিক বিজেপি নেতানেত্রীকে। সাগর দত্ত মেডিক্যালের বর্তমান পরিস্থিতিতে সেই তালিকায় যুক্ত হল কংগ্রেসও – তাও আবার খোদ প্রদেশ সভাপতির সৌজন্যে!