২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হতে পারেন রোহিত শর্মা, মত এবি ডি ভিলিয়ার্সের

High News Digital Desk:

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্স মনে করেন, রোহিত শর্মার অবসর নেওয়ার কোনও কারণ নেই, যিনি বিশ্বাস করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হতে পারেন।

ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “অন্যান্য অধিনায়কদের তুলনায়, রোহিতের জয়ের শতাংশ দেখুন, এটি প্রায় ৭৪ শতাংশ, যা অতীতের যেকোনও অধিনায়কের তুলনায় যথেষ্ট বেশি”।

সেই সঙ্গে তিনি বলেছেন, “রোহিত যদি এভাবেই এগিয়ে যায়, তাহলে সর্বকালের সেরা ওডিআই অধিনায়কদের একজন হিসেবে তার নাম লেখা হবে এবং রোহিতের অবসর নিয়ে গুজব ছড়ানোটা বন্ধ করার জন্য অনুরোধ করেছেন।” এও বলেন,

“কেন সে অবসর নেবে? কেবল অধিনায়ক হিসেবেই নয়, একজন ব্যাটসম্যান হিসেবেও এই মুহূর্তে সে অসাধারণ। ফাইনালে তার ৭৬ রান, সাফল্যের ভিত্তি স্থাপন করেছিল এবং চাপের মধ্যে থাকা অবস্থায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। গত তিন বছরে ওয়ানডে ফরম্যাটে তার ব্যাটিংয়ের ধরণ বদলে নয় মাসের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে এনে দিয়েছে”।

Scroll to Top