২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১ বুধবার ১৮ মার্চ ২০২৫

‘সকাল থেকে উস্কানি,’ বিজেপিকে বিঁধে পোস্ট কুণাল ঘোষের

High News Digital Desk:

কলকাতা : ‘নবান্ন অভিযান’ ঘিরে বৃষ্টিস্নাত সকালেও সরগরম কলকাতা। ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ আজকের অভিযানে হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা করছে শাসকদল। নতুন করে গজিয়ে ওঠা সংগঠনটির পিছনে বিজেপিই যে চালিকাশক্তি, তা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছাড়াও পুলিশের সোমবারের সাংবাদিক বৈঠক থেকে আভাসিত হয়েছে।

“মঙ্গলবার সকাল থেকে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে সংগঠনটির ডাকা নবান্ন অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে বিজেপি নেতারা পোস্ট করছেন,” জানা যাচ্ছে। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সকাল ৯টা ১৫-য় নিজের এক্স (X) হ্যান্ডলে রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন। নাম না করে তিনি লিখেছেন, ‘তথাকথিত ‘ছাত্রসমাজের’ নবান্ন চলোকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপি নেতারা। এরা সিবিআইয়ের কাছে জাস্টিস না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া।’

কুণাল ঘোষের পোস্টে ছড়িয়েছে আশঙ্কা-উদ্বেগ। তিনি আরও লিখেছেন, ‘কেউ কোনও গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার।’

আজকের ‘নবান্ন অভিযান’ যে হিংসাত্মক রূপ নিতে পারে, তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্যদের মন্তব্যে আগেই পরিষ্কার হয়ে গিয়েছে বলে মনে করছে শাসকদল। সামাজিক মাধ্যমে পারস্পরিক বাদানুবাদে জড়িয়েছেন ২ দলের কর্মী-সমীর্থকরা। যাদের ডাকে অভিযান, সেই সংগঠনের রাজনৈতিক যোগ নিয়ে গতকালই সরব হয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার ও এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা। এমতাবস্থায় সতর্ক পুলিশ প্রশাসন। ‘অভিযান’ ও ‘অশান্তি’ ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এখন, বেলা গড়ানোর সঙ্গে-সঙ্গে, পরিস্থিতি কোন দিকে যায়, সে’দিকেই নজর রাজ্যবাসীর।

Scroll to Top