৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সকাল থেকে অবরোধ, বারাসাতে ভাঙচুর গাড়ি

High News Digital Desk:

বারাসাত :  বিজেপির ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়াল বারাসাতে। ধর্মঘটকে ঘিরে মুখোমুখি বচসায় জড়ালেন বিজেপি ও তৃণমূল সমর্থকরা। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে পথে নেমেছিলেন বিজেপি কর্মীরা। ধর্মঘট উপেক্ষা করে জনজীবন সচল রাখার আবেদন নিয়ে পাল্টা পথে ছিল তৃণমূল। বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ শুরু করেন ধর্মঘটীরা। রেল লাইনে নেমে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। ট্রেনের চালকের কক্ষেও উঠে পড়েন ধর্মঘট সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী ও জিআরপির উপস্থিতে সামাল দেওয়া হয় পরিস্থিতি। আটকে পড়েন বহু নিত্যযাত্রী।

শুধু রেল স্টেশন নয়। উত্তেজনা ছড়ায় অন্যত্রও। বারাসাতের চাঁপাডালি মোড়ে জোর করে দোকান বন্ধ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু গাড়ি আটকে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অবরোধের জেরে আটকে যায় বাস, ট্রাক। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলেছে। দিনের শুরু থেকেই অবরোধের জেরে বারাসাতের মতো ব্যস্ত শহরে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রী ও স্থানীয়দের।

Scroll to Top