৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

সংসদ কক্ষে তাণ্ডব, অভিযুক্ত দুজনকে জামিন দিল্লি হাইকোর্টের

High News Digital Desk:

সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই কড়া নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদ কক্ষের ভিতর তাণ্ডব চালিয়েছিলেন দুই ব্যক্তি। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঘটা সেই ঘটনায় অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমায়াতের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সংসদ ভবনের দর্শক আসনের গ্যালারি থেকে নীচে ঝাঁপ দেন দুই যুবক। লোকসভার অধিবেশন চলাকালীন গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপ দেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক। ‘স্মোক ক্র্যাকার’ বা রংবোমা ছিল তাঁদের কাছে। তা দিয়ে সভাকক্ষের চারদিকে ছড়িয়ে দেন হলুদ ধোঁয়া। সঙ্গে ‘খামখেয়ালিপনা চলবে না’ বলে স্লোগানও দিচ্ছিলেন। তাঁদের গ্রেফতার করা হয়। ওই একই সময়ে সংসদের বাইরে থেকে গ্রেফতার হন নীলম আজাদ এবং অমল শিন্ডে। তাঁরাও রংবোমা দিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। একদিন পরে এই ঘটনার সঙ্গে যুক্ত ললিত ঝা দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দুদিন পর ধরা পড়েন আরও এক অভিযুক্ত। তাঁর নাম মহেশ কুনাওয়াত।

Scroll to Top