২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫
২ কার্তিক ১৪৩২ সোমবার ১৯ অক্টোবর ২০২৫

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী

High News Digital Desk:

ব্যাঙ্ককে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে পৌঁছেছেন। এই শীর্ষ সম্মেলনে ভবিষ্যত পরিকল্পনা ‘ব্যাঙ্কক ভিশন ২০৩০’ গৃহীত হবে। বিমসটেকের ভবিষ্যতের দিশা নির্দিষ্ট করার উদ্দেশ্যে বিমসটেক বিশিষ্ট জনেদের রিপোর্টও এতে স্বীকৃত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিমসটেকে অংশগ্রহণকারী রাষ্ট্রনেতাদের সঙ্গে ছবি শেয়ার করেন। জানান, আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমাদের প্রচেষ্টা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।

Scroll to Top