১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ অরিন্দম শীল, ব্যবস্থা নেবে পুলিশ?

High News Digital Desk:

কলকাতা : বিষ্ণুপুর থানায় অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর| শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করলেন অভিনেত্রী| আভিযোগ, নিজের পরিচালিত একটি সিনেমার শুটিং চলাকালীন ওই অভিনেত্রীর সঙ্গে সুকৌশলে আপত্তিকর আচরণ করেন অরিন্দম| এই নিয়ে রাজ্য মহিলা কমিশনে যান অভিযোগকারিণী| ৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে দোষ স্বীকার করে ক্ষমাও চান অভিযুক্ত অভিনেতা-পরিচালক| কিন্তু তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন অভিনেত্রী একইরকম অভিযোগ তোলেন|

দোষারোপ থেকে রেহাই না মেলা পর্যন্ত ডিরেক্টর্স গিল্ড অরিন্দম শীলকে সাসপেন্ড করে| কিন্তু এতেই থেমে থাকল না ঘটনাক্রম| বিষ্ণুপুর থানায় এফআইআর করলেন অভিনেত্রী| এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে কিছুটা নির্বিকার প্রতিক্রিয়া দিয়েছেন অরিন্দম শীল| ঘুরিয়ে দোষারোপের যাথাথর্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি| তবে বিভিন্ন দিক থেকে তাঁর বিরুদ্ধে উঠে আসা অভিযোগের সবটাই সারবত্তাহীন, এমনটা মনে করছে না সিনেমা মহলেরই বড় অংশ| ফলত একপ্রকার বেকায়দায় অরিন্দম শীল|

Scroll to Top