৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

শুক্রবার থেকে প্রতি রাতে মা উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ

High News Digital Desk:

কলকাতার গুরুত্বপূর্ণ মা উড়ালপুল সংস্কারের কাজের জন্য শুক্রবার থেকে প্রতি রাতেই যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই সংস্কারের কাজ করবে, যার জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

যে সমস্ত গাড়ি মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসের দিকে যাবে, তাদের জন্য বিকল্প পথও বলে দিয়েছে কলকাতা পুলিশ। পার্ক সার্কাস থেকে সুরাবর্দি অ্যাভিনিউ ধরে, দরগা রোড হয়ে, চার নম্বর ব্রিজ পেরিয়ে পৌঁছনো যাবে ইএম বাইপাস। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। তাই রাতে যাতায়াতের পরিকল্পনা করার সময় এই পরিবর্তন মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে

Scroll to Top