কলকাতা : বুকের উপর লাল পতাকা। চারদিক মুখরিত ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনিতে। কমরেডদের মুখে ‘ইন্টারন্যাশনাল গান’। পাম অ্যাভিনিউয়ের ছোট দু’কামরার ফ্ল্যাটকে চিরবিদায়। মরদেহ-শায়িত গাড়ি এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশে। সমর্থকদের চোখে জল। শোকস্তব্ধ গোটা বাংলা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই – এই খবর শোনার পরই মরদেহে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন দলের শীর্ষনেতারা। শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষবারের মতো দেখতে পৌঁছন অসংখ্য দলীয় কর্মী, অনুরাগী, আত্মীয়-পরিজন। বুদ্ধবাবুর শেষ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবারই হয় চক্ষুদান। শ্রদ্ধা জানানোর পর, শুক্রবার দেহ দান করা হবে নীলরতন সরকার হাসপাতালে।
- বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে।
- শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ নিয়ে বিধানসভার উদ্দেশে যাত্রা সকাল সাড়ে ১০টায় (সকাল ১০:৩০)।
- বিধানসভায় মরদেহ শায়িত থাকবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা (বেলা ১১:৩০) পর্যন্ত।
- এর পর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজাফফর আহমেদ ভবনে। সেখানে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন দলীয় কর্মীরা।
- মুজাফফর আহমেদ ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখানে বিকেল সাড়ে ৩টে (বিকেল ৩:৩০) থেকে ৩টে ৪৫ পর্যন্ত শায়িত থাকবে মরদেহ।
- বিকেল ৩টে ৪৫ মিনিটে দেহ দানের জন্য মিছিল করে দীনেশ মজুমদার ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার হাসপাতালে।
- বিকেল ৪টেয় দেহ দান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।
২০০০ থেকে ২০১১ পর্যন্ত টানা ১১ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজ্যে। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এদিন পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






