শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামিকাল ৯ নভেম্বর সিজিওতে তলব:
শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে হবে বলে নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে তৃণমূল। এই নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে দ্বিতীয়বার তলব করল ইডি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ইডি দফতরে হাজিরা দেবেন বলে সূত্রের খবর। এর আগে গত ৩ অক্টোবর এই মামলাতেই সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। যতবারই হাজিরা দিয়েছেন, ততবারই তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ইডি দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্রও চেয়ে পাঠানো হয়। সেইসব নথি পাঠিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যা খতিয়ে দেখেই ইডি আধিকারিকরা মনে করছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তাঁদের আরও বেশ কিছু জিজ্ঞাস্য রয়েছে। আরও বেশ কিছু প্রশ্ন তাঁকে করতে চান ইডি আধিকারিকরা। কয়লা-দুর্নীতি মামলায় দিল্লিতেও ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেককে। হাজিরাও দিয়েছিলেন তিনি। পরে কলকাতায় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার অফিসে তিনি হাজিরা দেন। হাজিরা দিতে হয়েছিল তাঁর স্ত্রী রুজিরাকেও। তবে এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ফের সামনে আসে অভিষেকের নাম। তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইও। সেইসময় নবজোয়ার কর্মসূচি চলছিল। অভিষেক বাঁকুড়ায় ছিলেন। সিবিআই নোটিস পাওয়ার পর একদিনের জন্য নবজোয়ার কর্মসূচি স্থগিত করেই সিবিআই হাজিরা দেন অভিষেক। শশী পাঁজা তোপ দাগেন, ‘অভিষেককে বার বার টার্গেট করা হচ্ছে। গতকালই জন্মদিন ছিল। ঠিক তারপরই নোটিস। ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে অভিষেককে। রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা।’ ওদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য, ‘নতুন কী আছে! অনেককেই ডাকছে।’









