৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

শপথ, বিক্ষোভ, সংবিধান…

High News Digital Desk:

বিজেপির বিরুদ্ধে ত্রিফলা বিক্ষোভ| তার মধ্যেই কাটল লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রথম দিন| বিপরীতে, নরেন্দ্র মোদির বয়ানে, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য নিয়ে, সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন|
ভর্তহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে মানব না, নেট ও নিট কাণ্ডে শিক্ষা মাফিয়াদের শাস্তি দিতে হবে, শেয়ারমার্কেট নিয়ে ভল তথ্য দেওয়া যাবে না – এই ৩ অভিযোগে উত্তাল হল নতন সংসদভবন চত্বর| সংবিধানের মর‌্যাদা রক্ষার দাবিতে কংগ্রেসের নেতত্বে সংসদের বাইরে চলে বিরেধীদের বিক্ষোভ| ভারতীয় সংবিধানের ছোট সংস্করণ হাতে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গেরা| বিক্ষোভে অংশ নেন কল্যাণ, কাকলি, মালা, মহুয়ারাও|
একদিকে যখন কংগ্রেসের নেতত্বে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের সদস্যরা, ঠিক সেই সময় সংসদ ভবনের ভিতরে চলল শপথ অনুষ্ঠান| প্রথমে সাংসদ হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি| তারপর অন্যান্য সাংসদরা শপথ নেন| সবাইকে শুভেচ্ছা জানান মোদি|
এদিন সাংসদ পদে শপথ নিলেন বাংলার ২ প্রতিমন্ত্রীও – শান্তনু ঠাকুর (জাহাজ প্রতিমন্ত্রী) ও সুকান্ত মজুমদার (শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী)|
সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে, সোমবার সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী| সংঘ প্রধান মোহন ভাগবতের সুরেই সেখানে বক্তব্য পেশ করতে শোনা গেল তাঁকে| অর্থাত্ মোদির গলায় শোনা গেল সর্বসম্মতির কথা| তিনি বলেন, সকলের মত নিয়ে দেশ চালাবে এনডিএ সরকার| কিছদিন আগেই শাসকের প্রতি মোহন ভাগবত বার্তা দিয়েছিলেন বিরোধী পক্ষকে গুরুত্ব দেওয়ার| আজ শপথ গ্রহণের আগে সেপথেই নিজের বক্তব্য তলে ধরলেন মোদি|
সোমবার সাংসদদের শপথ গ্রহণে আরও একবার তাল কেটেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথ নেওয়ার সময়| সাংসদ হিসেবে তিনি যখন শপথ নিতে উঠছিলেন, তখন তাঁকে দেখে বিরোধীরা নেট ও নিট কেলেঙ্কারি নিয়ে ধ্বনি দিতে থাকেন|
একক সংখ্যা গরিষ্ঠতা নয়, শরিকি দলের উপর নির্ভর করে ততীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি| বিরোধীদের উদ্দেশে মোদি বলেন, সংসদে শ্লোগান নয়, দায়িত্ববান ও বিচক্ষণ বিরোধী চায় দেশবাসী| অধিবেশন চলবে আগামী ৩ জুলাই পর‌্যন্ত|

Scroll to Top