৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

শনিবার রাতে শহরের উপকণ্ঠে চিংড়িঘাটায় যুবক খুন

High News Digital Desk:

শনিবার রাতে শহরের উপকণ্ঠে চিংড়িঘাটায় যুবক খুন:

শহরের উপকণ্ঠে  চিংড়িঘাটায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে চিংড়িহাটার বাসন্তী দেবী কলোনিতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল। সাউন্ড বক্স বাজানো নিয়ে অশান্তির সূত্রপাত। সাউন্ড বক্সের শব্দ কমাতে বলেন এক ব্যক্তি। অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিট্টু সর্দার।  সাহেব আলি (২৪) নামে এক যুবকের গলায় হঠাৎই কাঁচি চালিয়ে দেয় বিট্টু নামের এক যুবক। ঠেকাতে গেলে আরও এক যুবকের উপরও হামলা চালায় সে। আহত সাহেব আলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের দাবি, বিট্টুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও একাধিক খুন করেছে সে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বহুবার। তা সত্ত্বেও পুলিশ বিট্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। বিট্টুর বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিসে অভিযোগ জানানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বিট্টু বেপাত্তা। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা।

Scroll to Top