শনিবার এবং রবিবার সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে:
রাতে ট্রেনে করে সকালে দিঘায় নামার ব্যবস্থা এতদিন ছিল না। এবার সেই সুযোগ নিয়ে আসতে চলেছে দক্ষিণ–পূর্ব রেল। হাতে আর দু’দিন বাকি। তারপরই দেশজুড়ে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে আজ, শনিবার এবং আগামীকাল রবিবার সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে। দিঘায় যাওয়ার ট্রেন শুধুমাত্র ভোরবেলা কিংবা সকালেই ছিল এতদিন। ১৫ তারিখ স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকছে। আর ১২ এবং ১৩ তারিখ শনিবার এবং রবিবার ছুটিই থাকে। এই ছুটির সঙ্গে সোমবার ছুটি নিয়ে নিলে লম্বা চার দিনের ছুটি কাটানো যাবে দিঘায়।শনিবার এবং রবিবার সাঁতরাগাছি থেকে দিঘার রাতের ট্রেন ছাড়বে ১১টা ৪৫ মিনিটে। এই ট্রেন ভোর ৩টে নাগাদ সৈকতনগরী দিঘায় পৌঁছে দেবে পর্যটকদের।রাতের ট্রেন সফরের জন্য যাত্রীরা পাবেন ১২টি সাধারণ স্লিপার এবং চারটি থ্রি–টায়ার কামরা। এমন সময়কে বেছে নেওয়ার জন্য দিঘায় যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদাও বেশি থাকে। উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশন। এগুলিতে স্টপেজ দেবে রাতের দিঘার ট্রেন। এই ট্রেন চালু হওয়ায় পর্যটকদের অনেক উপকার হবে বলে মনে করা হচ্ছে। যদি সফল হয় তাহলে সারা বছরের জন্য এই পরিষেবা বাস্তবায়িত হতে পারে বলে সূত্রের খবর।