২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

লোকালয়ে বিশাল আকারের অজগর! চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে

High News Digital Desk:

লোকালয়ে বিশাল আকারের অজগর! চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে :-

লোকালয়ে বিশাল আকারের অজগর ! চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি পশ্চিম পানিশালা বটতলা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান যে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ দেখি সব পাখি জোরে জোরে চিৎকার করছে। বিষয়টি আমাদের কে ভাবিয়ে তোলে যে হটাৎ পাখিরা এভাবে চিৎকার করছে কেনো! তারপর চারদিক দেখে যখন গাছের দিকে তাকাই দেখতে পাই এক বিশাল আকারের সাপ গাছের উপরে রয়েছে। সেটা দেখার পর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বাচ্চারাও ভীষণভাবে ভীত হয়ে পড়ে। খবর পেয়ে এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষরা আসেন এবং সাপটিকে কোনোরকম আঘাত করতে বারণ করে। তারপর তারা বনদপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেয়। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সর্প-প্রেমী অর্ধেন্দু বণিক ও তার সহযোগীরা উপস্থিত হন। তারপর তারা ১৪ ফুট লম্বা অজগর সাপটিকে গাছ থেকে নীচে নামিয়ে আনেন ও এলাকার পরিবেশকে আতঙ্কমুক্ত করেন। উদ্ধার হওয়া এই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সর্প-প্রেমী অর্ধেন্দু বণিক।

Scroll to Top