কলকাতা : ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ আহূত ‘নবান্ন অভিযান’ ঘিরে সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, কলকাতার এমজি রোড অশান্ত হয়ে উঠেছিল আগেই। সময় আর একটু গড়াতে, তাতেই সংযোজিত হল রেড রোডের চূড়ান্ত বিশৃঙ্খলা। অবস্থা এতটাই খারাপ হয় যে, পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ছুড়তে হয় কাঁদানে গ্যাসের শেল।
কলেজ স্ট্রিট থেকে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র ‘নবান্ন অভিযান’ উপলক্ষে শুরু হয়েছিল একটি মিছিল। সেই মিছিলে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তভ বাগচী প্রমুখ। ‘নবান্ন অভিযানে’র উদ্যোক্তরাও ছিলেন ওই মিছিলে। বেশ প্রতিবাদী মেজাজেই এগোচ্ছিল মিছিলটি৷ কিন্তু গোল বাধল ধর্মতলা হয়ে রেড রোডের দিকে এগোতেই। মুহূর্তে ছড়িয়ে পড়ল উত্তেজনা।
প্রথমে পুলিশ মিছিল আটকায়। সঙ্গে-সঙ্গে মারমুখী হয়ে ওঠেন মিছিলে পা মেলানো লোকজন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে উভয় পক্ষের মধ্যে। মাঝেমাঝেই চলে ধস্তাধস্তি। পুলিশের কোনও কথা শুনতে নারাজ হন মিছিলে অংশগ্রহণকারীরা। শেষপর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে আক্রমণাত্মক মেজাজে ধেয়ে আসা মিছিলকারীদের এদিক-ওদিক সরিয়ে দিতে চায় পুলিশ। কিন্তু তাতেও ক্রুদ্ধ লোকজনকে বাগে আনা যায়নি বিশেষ। কৌস্তভ বাগচী, অর্জুন সিংরা অনুগামীদের নিয়ে আরও আক্রমণাত্মক মেজাজ দেখাতে থাকেন।
রেড রোডের বিশৃঙ্খলা থামতে না থামতেই আরেক গোলমাল। বাবুঘাটে তৈরি হয় সংঘর্ষের আবহ। ক্রোধ ক্রমশ ধ্বংসাত্মক রূপ নেয়। পুলিশের বাইক পুড়িয়ে দেওয়া হয় সেখানে। ওই এলাকায় ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে আসা ক্রুদ্ধ লোকজনের আক্রমণের শিকার হন এক পুলিশকর্মী। মাথায় আঘাত পেয়ে জখম হন তিনি। চিকিৎসা চলছে তাঁর।