৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা৷ মা উড়ালপুলে

High News Digital Desk:

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা৷ মা উড়ালপুলে:

শুক্রবার মধ্যরাতে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী রইল কলকাতা।মা ফ্লাইওভারে দুর্ঘটনায় মৃত কলেজ পড়ুয়া। দুর্ঘটনায় এক তরুণী সহ আরও চারজন গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির চার আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উড়ালপুলের একটি লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি৷ গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সংঘর্ষের জেরে সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ ভেঙে পড়ে লাইট পোস্টটিও৷ পথচলতি অন্যান্যরা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ হেস্টিংসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে ছিলেন চালকসহ ৪ জন। প্রবল বেগে ছুটছিল গাড়িটি। সায়েন্স সিটির বাঁকে এসে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। সরাসরি ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। এই ঘটনায় ফের একবার রাতের মা ফ্লাইওভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। গ্যাস কাটা দিয়ে কেটে গাড়ি ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া নীহার আগরওয়ালের (১৯)। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন৷ এদের মধ্যে চার জন পুরুষ এবং একজন মহিলা৷ দুর্ঘটনাস্থলেই গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তির মৃত্যু হয়৷ বাকি চারজন আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ । নিহত তরুণ টালিগঞ্জ সার্কুলার রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।  ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। যদিও গভীর রাত হওয়ায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। রাত তিনটে নাগাদ গাড়ি চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Scroll to Top