কলকাতা : আরজি কর কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে পথে কলকাতার নাগরিক সমাজ। রবিবার সন্ধ্যায় কলেজস্ট্রিট থেকে ধর্মতলায় মিছিল। মিছিল শেষে রানি রাসমণি রোডে রাতভর অবস্থানে বসলেন আন্দোলনকারীরা। ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, বাদশা মৈত্র, লগ্নজিতা চক্রবর্তী, ঊষসী চক্রবর্তীর মতো অভিনেতারা সহ কলকাতার বিশিষ্টরা। ছিলেন ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির অগ্রণী ভূমিকায় থাকা রিমঝিম সিনহা। ভোর ৪টে পর্যন্ত তাঁরা প্রতীকী অবস্থানে বসেন।
অবস্থানে বসার আগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর, শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর ও পরিবহণ দফতরে ই-মেল করেন অবস্থানে অংশগ্রহণকারীরা। যদিও সেই ই-মেলের কোনও উত্তর মেলেনি।
রিমঝিম-স্বস্তিকা-বিদীপ্তাদের দাবি ছিল, সরকার পক্ষের কোনও প্রতিনিধি যদি অবস্থান-স্থলে পৌঁছে কথা বলে আশ্বস্ত করেন, তবে ধরণা তুলে নেবেন তাঁরা। কিন্তু সরকারের থেকে কোনও প্রতিনিধি না পৌঁছনোয় তাঁরা ভোর ৪টে পর্যন্ত অবস্থানে বসে থাকেন।
অবস্থান শেষ করার সঙ্গে-সঙ্গে ঘোষণা করা হয়, এই প্রতিবাদ চলবে। আগামী দিনে প্রয়োজনে এ’রকম অনেক রাত দখল করে বসে থাকবে নাগরিক সমাজ, যতক্ষণ না চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুনে সুবিচার মেলে।