৫ অগাস্ট গোটা রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। একুশের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে বিজেপি নেতা রয়েছেন তাদের বাড়ি ঘেরাও করা হবে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”আগামী ৫ আগস্ট রাজ্যের যত ছোট, বড়, মেজ বিজেপি নেতা আছেন, সকলের বাড়ি ঘেরাও করুন। একদম বাড়িতে কাউকে ঢুকতে বা বেরতে দেবেন না। তবে বাড়ির বয়স্কদের জন্য ছাড় রয়েছে। তাঁদের আটকাবেন না।” সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর করা ওই মামলায় হাইকোর্টের বিচারপতি বলেন, এটা জনস্বার্থ বিরোধী কর্মসূচি, কোনওভাবেই তা করতে দেওয়া যাবে না। গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসে রাজ্য়ের সমস্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের ওই রায়ের পর বিজেপি নেতা অমিত মালব্য এনিয়ে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন। ট্যুইটে তিনি লেখেন, আরও এক ধাক্কা। আগামী ৫ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ধাক্কা দিল হাইকোর্ট।