৯ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫

রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল। সেখানেই রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটে ‘সক্রিয়’ রাজ্যপাল। মনোনয়ন পর্বে অশান্তির পর, ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এরপর ২ দিনের উত্তরবঙ্গে সফরে কোচবিহার যান সিভি আনন্দ বোস। বাদ দেননি দিনহাটাও। কলকাতা ফেরেন কিন্তু রাজভবন নয়, শিয়ালদহ স্টেশন থেকেই বাসন্তীদের উদ্দেশ্য রওনা দেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গে নির্বাচন পূর্ববর্তী হিংসার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার চরমসীমা বেঁধে দিলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Scroll to Top