অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন রোহিত শর্মা। ৫টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৩১ রান সংগ্রহ করেন তিনি। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও মোটেও ছন্দে ছিলেন না হিটম্যান। এই অবস্থায় বোর্ডের চাপেই রঞ্জি ট্রফির ম্যাচে ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে নামেন রোহিত। যদিও অনুরাগীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়া তো দূরের কথা, চাপ আরও বাড়ালেন রোহিত। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। ইনিংসের একেবারে শুরুতেই আউট হয়ে বসেন যশস্বী। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন জসওয়াল। ২.৩ ওভারে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির ভিতরে ঢুকে আসা বলে প্যাড লাগিয়ে বসেন যশস্বী। স্টাম্পের ঠিক সামনে ভিতরের পায়ে বল লাগায় আম্পায়ার আঙুল তুলতে বিশেষ সময় নষ্ট করেননি। যশস্বী ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৪ রান করে মাঠ ছাড়েন।
