২৩ কার্তিক ১৪৩২ সোমবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ সোমবার ০৯ নভেম্বর ২০২৫

“যারা যোগ্য, তাদের প্রতি এই রায়ে অবিচার হল”, মন্তব্য কুণালের

High News Digital Desk:

‘‘যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা উচ্ছন্নে যাক! কিন্তু যারা যোগ্য, তাদের প্রতি এই রায়ে অবিচার হল।’’

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় জেনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শাসকদলের এক প্রথম সারির নেতার বক্তব্য, দ্রুততার সঙ্গে সেই সময়ে সুপ্রিম কোর্টে যাওয়া ছিল নবান্নের ‘রাজনৈতিক’ সিদ্ধান্ত। কারণ, চাকরিরতদের নবান্ন ‘বার্তা’ দিতে পেরেছিল, যোগ্যদের চাকরি চলে যাক, তা রাজ্য সরকার চায় না।

গত এক বছর ধরে একাধিক শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করার কথা বলা হয়েছিল আদালতের তরফে থেকে। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।

তবে একান্ত আলোচনায় তৃণমূলের অনেকেই বলছেন, এই নির্দেশ শুধুমাত্র ২৬ হাজার চাকরিপ্রার্থী বা তাঁদের পরিবার-পরিজনের বিষয় নয়। সার্বিক ভাবে এই রায় জনমানসে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কমিশনের ভূমিকা নিয়ে ‘বিরূপ’ ধারণাকে আরও শক্তিশালী করবে।

Scroll to Top