যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার নামে হতে চলেছে হাসপাতাল :-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ভাবে মৃত পড়ুয়ার নামে এবার হতে চলেছে হাসপাতাল| বদলে যেতে চলেছে বগুলা গ্রামীণ হাসপাতাল| তার বদলে পড়ুয়ার নাম দেওয়া হবে| যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অস্বাভাবিক ভাবে মৃতু্য হওয়া পড়ুয়ার মা, বাবা সোমবার গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে| সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বগুলা গ্রামীণ হাসপাতালের নাম হবে মৃত পড়ুয়ার নামে| তার অব্যবহিত পরেই নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের নামবদলের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যায়| মঙ্গলবার সেই বিজ্ঞপ্তি পৌঁছয় নদিয়া জেলা স্বাস্থ্য দফতরে| আশা করা হচ্ছে, দুএক দিনের মধ্যেই নতুন নাম পাবে হাসপাতালটি| দাদার নামাঙ্কিত হাসপাতালে চিকিত্সক হয়ে মানুষের সেবা করুক ছোট ছেলে, এখন এটাই স্বপ্ন যাদবপুরের মৃত পড়ুয়ার মায়ের| যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান হস্টেলে অস্বাভাবিক মৃতু্য হয়েছে ছেলের| গত সোমবার তাঁরা নবান্নে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে| সেখানেই মুখ্যমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদলে মৃত পড়ুয়ার স্মৃতিতে উত্সর্গ করা হবে| মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নামবদলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়| মঙ্গলবার সকালে সেই চিঠি এসে পৌঁছোয় নদিয়া জেলা স্বাস্থ্য দফতরে| দুএক দিনের মধ্যেই মৃত ছাত্রের নামে পরিচিত হবে বগুলা গ্রামীণ হাসপাতাল|








