- মোহনবাগান ডুরান্ড কাপে প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে পাঁচ গোল দিয়ে ডুরান্ড কাপ শুরু
ডুরান্ড কাপে প্রথম ম্যাচে মোহনবাগান কি দল নামাবে তাই নিয়ে যাবতীয় আগ্রহ ছিল সমর্থকদের। শেষ পর্যন্ত বৃহস্পতিবার যুবভারতীতে যে দল নামাল মোহনবাগান তাতে রিজার্ভ বেঞ্চেও ছিল না কোনও বিদেশি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুদ্দাড়িয়ে শুরু করল মোহনবাগান। বাংলাদেশের আর্মি দলকে দাঁড়াতেই দিল না সবুজ-মেরুন ব্রিগেড।পাঁচ-পাঁচটি গোল হজম করল বাংলাদেশের সেনা দল। প্রথমার্ধে তিন-তিনটি গোল করে মোহনবাগান ম্যাচ নিয়ে গিয়েছিল নিজেদের সাজঘরে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে সবুজ-মেরুন। খেলার ১৫ মিনিটে প্রথম গোলটি করেন লিস্টন। ২৯ মিনিটে মনবীর সিং পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে তিন নম্বর গোল তুলে দেয় মোহনবাগান। বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিজানুর রহমান। ৫৮ মিনিটে চার নম্বর গোল পায়ে মোহনবাগান। কর্নার থেকে বল এলে মনবির ফ্লিক করেন। হানামতে গোল করতে ভুল করেননি। ৮৯ মিনিটে কিয়ান নাসিরি ৫-০ করে যান।