কলকাতা নাকি যতটা আন্তরিক, ততটাই ভয়ঙ্কর! অলিগলির আলোআঁধারিতে লুকিয়ে অনেক বোবা কান্না, আর্ত চিত্কার, সব খোয়ানোর হাহাকার| তার খবর কজন রাখে? যেমন, পূর্বা| তার অতীত কজন জানত? অনেক লড়াই, অনেক বিনিদ্র রজনী কাটিয়ে তবে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখছিল| শহরের ৱুঝি সহ্য হল না! তার আর মেয়ের মাথা গোঁজার আশ্রয়ের দিকে কুনজর কলকাতার| দুর্বৃত্তদের টার্গেট তারা| ঠিক এই সময়েই সামনে এসে দাঁড়িয়েছে তার অতীত| যা প্রাণপণে এত দিন আড়াল করতে চেয়েছে সে| জবাব জানে না সে| সে কী পাবে, কতটা পাবে- জানেন একমাত্র পরিচালক সায়ন্তন ঘোষাল| কারণ, তিনিই বড় পর্দায় পূর্বা আর তাঁর মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন| ছবির নাম অশনি| আরও এক বার পরিচালকের সঙ্গী স্বস্তিকা মুখোপাধ্যায়| এর আগে এক জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মের জন্য স্বস্তিকাকে নিয়ে সিরিজ বিজয়া বানিয়েছিলেন পরিচালক| যেখানে যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয়| সিরিজ দেখে নতুন করে আতঙ্কে ভুগেছিলেন এই প্রজন্মের মায়েরা| স্বস্তিকা নিজেও একজন মা| তাই তাঁর অভিনয় আলাদা মাত্রা পেয়েছিল| সন্তান হারানোর কষ্ট তিনি ফুটিয়ে তলেছিলেন সুন্দরভাবে| এ বারেও কি তেমনই কিছু জায়গা করে নেবে ছবিতে? তা হলে ছবির রহস্য, আকর্ষণ- সব কমে যাবে! এই যুক্তিতে পরিচালক এখনই কিছু বলতে নারাজ| এখনও তিন দিনের শুটিং বাকি| গোটা কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে শুটিং করছেন তিনি| স্বস্তিকা ছাড়াও এই ছবিতে থাকছেন দিতিপ্রিয়া রায়| সম্ভবত তিনিই স্বস্তিকার মেয়ে| রহস্যের জট ছাড়াতে জোট বাঁধছেন এক ঝাঁক তারকা| তালিকায় শিলাজিত্ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য| কাহিনি এবং চিত্রনাট্যে পরিচালক-চিকিত্সক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়| সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার| এই ছবি দিয়ে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়| সব ঠিক থাকলে বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পেতে পারে|
