৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি-পালন, স্বাস্থ্য বিভাগে পরিবর্তন

কলকাতা : আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় রাজ্যের ডিএইচএস ও ডিএমইকে সরানোর দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি যে মানা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশে রদবদলের পর রাজ্যের স্বাস্থ্য বিভাগেও রদবদল। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে।

এতদিন স্বাস্থ্য অধিকর্তা পদে থাকা দেবাশিস হলদারকে বদলি করা হয়েছে জনস্বাস্থ্যের স্পেশ্যাল অফিসার অন ডিউটি পদে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে থাকা কৌস্তভ নায়েককে করা হল ইনস্টিটিউট অফ হেল্‌থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা। এতদিন ইনস্টিটিউট অফ হেল্‌থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন সুপর্ণা দত্ত। তাঁকে বদলি করা হচ্ছে মেডিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যশিক্ষার ওএসডি পদে।

রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। তিনি ইনস্টিটিউট অফ ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনো হেমাটোলজির যুগ্ম স্বাস্থ্যকর্তা ছিলেন। নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম পরে জানাবে নবান্ন। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমেরও অপসারণ চেয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কিন্তু আপাতত তাঁকে যে সরানো হচ্ছে না, তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Scroll to Top