৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

‘মুখ্যমন্ত্রীর কুৎসা কেন? ক্ষতিপূরণের দাবি ছিল চিকিৎসকদেরই,’ কুণালের পোস্টে বিতর্ক

High News Digital Desk:

কলকাতা : আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনায় নিহত নির্যাতিতাকে সম্মান জানিয়ে তাঁর স্মৃতিতে কোনও কল্যাণকর উদ্যোগ নেওয়া যায় কিনা, তা বিবেচনা করার কথা প্রকাশ্যেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। কিন্তু তাঁর সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিভিন্ন মহল। আন্দোলনরত চিকিৎসকরাও নিন্দায় সরব হন৷ এমন একটি মর্মান্তিক হত্যালীলায় রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘুরিয়ে অর্থ-সাহায্যের কৌশলকে জানানো হয় ধিক্কার। যদিও এ’সব ক্ষেত্রে আর্থিক সহায়তা সরকারের কর্তব্যের মধ্যেই পড়ে। রাজ্যের শাসকদল তৃণমূল সেই যুক্তিও সামনে আনে। তবু সমালোচনা অব্যাহত। এরকম পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্ট। এক্স (X) হ্যান্ডলে তিনি রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের (Resident Doctors’ Association) ১১ আগস্টের দাবিপত্রের ছবি তুলে ধরে প্রশ্ন করেছেন, ‘বিবৃতি কাদের? কবে? কারা ক্ষতিপূরণ চেয়েছিল?’

রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের (Resident Doctors’ Association) ১১ আগস্টের দাবিপত্রে দেখা যাচ্ছে, ৩ নম্বরে লেখা, ‘Immediate announcement of adequate compensations for the family of the victim.’ অর্থাৎ, নিহত নির্যাতিতার পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ ঘোষণার দাবি করা হয়েছিল রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফেই৷ তাহলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় এত নিন্দেমন্দ কেন?

সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ এমনই প্রশ্ন তুলেছেন, ‘তবু, মুখ্যমন্ত্রী সরাসরি টাকার কথা বলেননি। বলেছিলেন মেয়েটির নামে কোনও ভালো কাজ। বাবা মা বলেছিলেন, বিচার পাওয়ার পর। তাই নিয়ে এত কুৎসা?’

কুণাল তাঁর পোস্টে মনে করিয়ে দিয়েছেন, ‘ক্ষতিপূরণের পরিমাণে জাতীয় স্তরে গাইড লাইন আছে।’ তৃণমূল নেতার প্রশ্ন, ‘অপপ্রচার কেন?’

Scroll to Top