১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪
১৮ আশ্বিন ১৪৩১ শনিবার ০৫ অক্টোবর ২০২৪

মিমিকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান আন্দোলনকারীদের

High News Digital Desk:

কলকাতা : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পর মিমি চক্রবর্তী| প্রতিবাদে সামিল হতে গেলে একের পর এক অভিনেত্রীকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে| তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে যোগ দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হল যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে| ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হল তাঁকে| তারপরই এলাকা ছেড়ে চলে যান মিমি|
২৭ দিন পার, এখনও বিচার পাননি তিলোত্তমা| তাঁর সুবিচারের দাবিতেই বুধবার মাঝরাতে পথে নামার ডাক দেওয়া হয়েছিল| সেই ডাকে সাড়া দিয়েই সকল বয়সী মানুষ পথে নেমেছিলেন| ১৪ আগস্ট যেমন রাত দখল হয়েছিল, তারই পুনরাবৃত্তি দেখা গেল বুধবারও| বিভিন্ন এলাকার পাশাপাশি যাদবপুরেও বিশাল জমায়েত হয়েছিল বিচারের দাবিতে| গান, পথ-নাটকের মাধ্যমে প্রতিবাদও চলছিল| তাতেই যোগ দিতে গিয়েছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী| যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড়ে সামিল হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে তাঁকেও প্রতিবাদে সামিল হতে দেখা যায়| তবে প্রাক্তন সাংসদের উপস্থিতি ভালভাবে নেননি আন্দোলনকারীরা| মিমিকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান ওঠে| ফিরে যান মিমি|

তবে শুধু মিমিই নন, বুধবারের প্রতিবাদে একইরকম তিক্ত অভিজ্ঞতা হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও| শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে, অপমানজনক পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে| শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান|

Scroll to Top