৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মিনি দুর্গা প্রতিমা

High News Digital Desk:

মতো এবারও মাত্র ১০ থেকে ১২ ইঞ্চির মিনি দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির দেবাশীস ঝাঁ| ইতিমধ্যেই নেপাল, আসাম, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে তার এই ছোট্ট দুর্গা প্রতিমা| তবে দিন দিন চাহিদা কমছে তার ছোট প্রতিমার| ফলে চিন্তিত শিল্পি| ২০২৩ সালের প্রতিমা বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ি-হলদিবাড়ির বাসিন্দা দেবাশীষ ঝা| তবে তিনি একা নন| তার প্রতিমা বানাতে তাকে সর্বদা সাহায্য করে এসেছেন তার পরিবারের সদস্যরা| এত নিখুঁত এবং সুন্দর ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করে প্রতিমা শিল্পী মন কেড়েছেন অনেকেরই| প্রতিমার গহনা থেকে শুরু করে মুকুট সমস্ত ছোট ছোট জিনিস তৈরি করেন তিনি নিজের হাতে| মাত্র ১০ থেকে ১২ ইঞ্চি এই প্রতিমা তৈরি করে তিনি জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও স্থান পেয়েছেন| বিগত কয়েক বছরে তার তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে নেপাল, আসাম, রাজস্থান সহ বিভিন্ন জায়গায়| এমনকি করোনাকালেও বেশ কয়েকটি প্রতিমার অর্ডার পেয়েছিলেন তিনি|গত বছর পর‌্যন্ত দেবাশীসবাৱুর প্রতিমা বিক্রি হয়েছিলো ভালোই| তবে এবছর অনেক আশা নিয়ে প্রতিমা তৈরি করলেও হতাশ দেবাশীষ বাৱু| থিম ও বড়বড় দুর্গা প্রতিমার চাহিদার মাঝে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তার মিনি দুর্গা প্রতিমা| ফলে মাথায় হাত দেবাশীষ বাৱুর| দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে প্রতিমা বানিয়ে আসছেন তিনি| তবে দিন দিন চাহিদা কমছে তার ছোট প্রতিমার|সংবাদমাধ্যমে দেবাশীষ বাৱু জানান সংসার চালানোর জন্য তিনি তার পরিবার চালাতে একটি ছোট্ট দোকান খুলেছেন| তা দিয়েই কোনোরকম দিন যাপন করেন তিনি ও তার পরিবার| এমনকি তিনি জানান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কোনোরকম শিল্পী ভাতা ও সরকারি সুযোগও পাননা তিনি|এখন দেবাশীষ বাৱুর একটাই চিন্তা| আদোও কি এই শিল্প ধরে রাখতে পারবেন তিনি? এখনও পর‌্যন্ত প্রতিমা বায়না না পাওয়ায় মন খারাপ দেবাশিস বাৱুর ও তার পরিবারের| যদিও দুর্গাপুজো আসতে হাতে এখনো মাস খানেক সময় রয়েছে|তাই হাল ছাড়েননি দেবাশিস বাৱুর পরিবার|

 

Scroll to Top