কলকাতা : ফের দুর্ঘটনা মা উড়ালপুলে| ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ| আহত ২ জন| আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে| এজেসি বোস রোড ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা|
সোমবার সকালে কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি| বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি গাড়ি লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে| মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় ২টি গাড়িই| একটি গাড়ি দুমড়েমুচড়ে গিয়েছে|
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ| রাস্তা থেকে গাড়ি ২টিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়| কী ভাবে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, তা খতিয়ে দেখছে পুলিশ|
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ২টি গাড়িরই গতি বেশি ছিল| যদিও আইটি কর্মীদের গাড়িচালকের অভিযোগ, উল্টোদিকের গাড়ির চালক মদ্যপ থাকায় দুর্ঘটনা| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়|