কলকাতা : দিশেহারা গতি। সজোরে গার্ডরেলে গিয়ে পড়ল বাইক। যিনি বাইক চালাচ্ছিলেন, আঘাত পেয়েও কোনওরকমে কিছুটা সামলে নিলেন নিজেকে। কিন্তু বাইকে বসে থাকা অপরজন চরম বিপদ কাটাতে পারলেন না। তীব্র ঝাঁকুনি খেয়ে পড়ে গেলেন উড়ালপুলের তলায়।
বুধবার সকাল ৮টা ৩৫ নাগাদ এমনই ভয়াবহ দুর্ঘটনা সায়েন্সসিটির কাছে। অঘটন সে-ই ‘মা’ উড়ালপুলেই। পড়ে যাওয়া ব্যক্তির শরীরে চোট ছিল যথেষ্ট। এসএসকেএম মৃত ঘোষণা করেছে তাঁকে। নিহত যুবকের নাম কেশব ঝাঁ, বাড়ি আনন্দপুরে।
চলতি সপ্তাহের প্রথম কাজের দিনেই ‘মা’ উড়ালপুল বিপর্যস্ত হয়েছিল গাড়ি-সংঘর্ষে। সেক্ষেত্রে এক চালকের বিরুদ্ধে উঠেছিল মদ্যপ থাকার অভিযোগ।
কেন কলকাতা শহরের এই ফ্লাইওভারে সম্প্রতি ঘনঘন দুর্ঘটনা? বিশেষত সকালেই কেন এত অঘটন? কখনও ‘নেশাগ্রস্তের হাতে’ গাড়ির স্টিয়ারিং, কখনও আবার বাইকের সিটে গতি-আসক্ত বেয়াড়া যুবক! দিন-শুরুর মহানগরে কোথাও কি পথ-পুলিশের নজরদারিতে থেকে যাচ্ছে ফাঁক?