২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

মাসিক অধিবেশনে সোচ্চার বিরোধীরা, বিজেপির অভিযোগে উঠল প্রশ্ন, কলকাতা পুরসভাতেও নারী সুরক্ষা নেই?

কলকাতা : কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে আরজি কর কাণ্ডের রেশ। অধিবেশন শুরুর আগে, একসঙ্গে মিছিল করে অধিবেশন কক্ষে ঢোকেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। তাঁদের হাতে ছিল ‘জাস্টিস ফর আরজি কর’ প্ল্যাকার্ড। বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন।

অধিবেশনের শুরুতেই হট্টগোল। আরজি কর ইস্যুতে সভা মুলতবি করার প্রস্তাব আনেন বিজেপি কাউন্সিলররা। দাবি মানা না হওয়ায় অধিবেশন বয়কট করেন তাঁরা। অধিবেশন কক্ষের বাইরেই ধরনায় বসেন বিজেপির পুর-প্রতিনিধিরা। কলকাতা পুরসভাতেও নারী সুরক্ষার অভাব রয়েছে বলে সোচ্চার হন সজল ঘোষ।

পরে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে নাম না করে ২ বিজেপি কাউন্সিলরকে এক-হাত নেন। উন্নাও, হাথরাস, মণিপুরের দৃষ্টান্ত টেনে বিজেপিকেই ধর্ষকদের প্রশ্রয়দাতা বলে চিহ্নিত করেন তিনি।

আরজি কর হাসপাতালের ঘটনায় বর্তমানে তদন্তভার সিবিআইয়ের উপর। সেক্ষেত্রে তদন্ত বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রীতিমতো কটাক্ষও করলেন তিনি।

সব মিলিয়ে পুরসভার অধিবেশন একেবারেই মসৃণ হল না। তবে বিরোধিতার পরিসরে বাম-কংগ্রেসকে ছাপিয়ে গেল বিজেপি। সৌজন্যে বিশেষত সজল ঘোষ।

Scroll to Top