৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

মালদা সফরে বোস, পরিবারের পাশে থাকার আশ্বাস

High News Digital Desk:

মালদা সফরে বোস, পরিবারের পাশে থাকার আশ্বাস :-

মিজোরামে নির্মীয়মাণ রেল সেত ভেঙে পড়ে বহু বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতু্য হয়েছে| সেই সমস্ত স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস| শুক্রবার দুপুরে কলকাতা থেকে সুপারফাস্ট ট্রেনে করে মালদার আসেন রাজ্যপাল| সেখানে কিছক্ষণ রেষ্ট নিয়ে রাজ্যপাল মৃত পরিবারের শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন| রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন| পাশাপাশি তিনি এও জানিয়েছেন রেল কর্তপক্ষ যাতে মৃতদের পরিবার পিছ ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন সেদিকটিও তিনি দেখবেন| মালদা বাসীর দাবি, ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্য নয়| সম্প্রতি করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্য হয়েছে| মিজোরামের ঘটনার পর একটাই প্রশ্ন বারংবার উঠে আসে কেন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যের বাইরে কাজে যাচ্ছে|

 

Scroll to Top